ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। অভিযানে ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল দখলে নিয়েছে রুশ বাহিনী। এরপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা বিশ্ব ও ইউরোপের বিভিন্ন দেশ রাশিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ইউক্রেনে সেনা অভিযানের কারণে রাশিয়ার প্রায় অর্ধেক স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিভিন্ন দেশে জব্দ হয়ে আছে।
এ বিষয়ে রুশ অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভ জানিয়েছেন, ‘আমাদের মোট রিজার্ভের পরিমাণ প্রায় ৬৪০ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে প্রায় ৩০০ বিলিয়ন ডলার রিজার্ভ এখন আমরা ব্যবহার করতে পারছি না।’
রবিবার রাষ্ট্রীয় টিভি চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান রুশ অর্থমন্ত্রী।
রাশিয়ান বৈদেশিক মুদ্রার রিজার্ভের একটি অংশ চীনা মুদ্রায় উল্লেখ করে তিনি আরও বলেন, ‘পশ্চিমা মিত্ররা রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক সীমিত করার জন্য এখন চীনের ওপর চাপ দিচ্ছে। যাতে করে চীনা ইউয়ানে লেনদেন করার ক্ষেত্রে রাশিয়ার প্রবেশাধিকার বাধাগ্রস্ত হয়। সূত্র: রুশ বার্তা সংস্থা তাস