ফাইল ছবি
অনলাইন ডেস্ক : সিলেট নগরীর জিন্দাবাজারের আল-হামরা শপিং সিটির ৪র্থ তলার নুরানী জুয়েলার্স থেকে স্বর্ণ লুটের ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ২৫০ ভরি স্বর্ণের মধ্যে ৫ ভরি ১২ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।
আজ সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছে।
তিনি জানান, শুক্রবার সকালে কুমিল্লার মুরাদনগর থানার নেয়ামতপুর এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার মো. নজরুল ইসলামের ছেলে ওছেক মিয়া ওরফে ওয়াছেক ওরফে আলমগীরকে গ্রেফতার করে পুলিশ।
ওছেকের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার কুমিল্লার হোমনা থানাধীন হোমনা বাজার থেকে হোমনা গোপাল জিউর আখড়া মন্দির মার্কেটের রাজমাতা স্বর্ণ শিল্পালয়ের সোহেল দেবনাথ ও হোমনা থানার শ্রীমতি পূর্বপাড়ার মৃত সোনা মিয়া সিকদারের ছেলে আবুল হোসেনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫ ভরি ১২ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।
বাকি স্বর্ণ উদ্ধার ও এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলেও জানিয়েছেন সাইফুল ইসলাম।