ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবািয়ার সরাইলে জায়গাজমি নিয়ে সংঘর্ষে মো. আজাদ (৫০) ও মো. আমানত (৫০) এর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো আহত ৫ আহত হয়েছে।
আজ বেলা ১১টায় উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিষ্ণুতাঁরা নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজাদ বিষ্ণুতারা এলাকার ওমর আলীর ছেলে ও মো: আমানত একই এলাকার মিছির আলীর ছেলে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, জায়গাজমি সংক্রান্ত ঘটনায় আজাদ ও আমানত নামের দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছে। নিহত দুইজন প্রতিবেশি হওয়ায় দীর্ঘদিন জায়গাজমি নিয়ে ঝামেলা থেকেই আজকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত আছে। আসামি গ্রেপ্তারে আমরা কাজ করছি।