সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক :সন্ত্রাস দমন আইনের মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এবং তার ছোট ভাই সরফরাজ হোসেনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া অপর এক মামলায় তার ভগ্নিপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের দুদিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সকাল ১১টা থেকে শুরু হয়ে ঘণ্টাব্যাপী শুনানি শেষে মেহেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শারমিন নাহার এ আদেশ দেন।
এদিকে দুপুর ২টার দিকে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় বিক্ষুব্ধ জনতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ও বিএনপি কর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং সাবেক মন্ত্রীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন।
মামলায় সরকারি পক্ষে পাবলিক প্রসিকিউটর আবু সালেহ মোহাম্মদ নাসিম, কামরুল হাসান, কোর্ট পুলিশ পরিদর্শক মানষ রঞ্জন, সদর থানার ওসি জাহাঙ্গীর সেলিম এবং আসামিপক্ষে শফিকুল আলম, ইব্রাহিম শাহীন, কাজী শহিদুল হক আইনজীবীর দায়িত্ব পালন করেন।
এদিকে সাবেক মন্ত্রী, তার ভাই ও ভগ্নিপতিকে আদালতে হাজির করার খবরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা আদালত চত্বর ঘিরে রেখেছে। আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার একটি মামলার আসামি হিসেবে তিন জনের পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম জাহাঙ্গীর।
আদালতে রিমান্ড শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) আবু সালেহ মোহাম্মদ নাসিম, অ্যাড. কামরুল হসান, মারুফ আহম্মেদ বিজন এবং মোখলেছুর রহমান স্বপন উপস্থিত ছিলেন। একই সঙ্গে আসামি পক্ষের আইনজীবী হিসেবে রিমান্ড না দেওয়ার যৌক্তিকতা তুলে ধরেন অ্যাড. খন্দকার আব্দুল মতিন, একেএম শফিকুল আলম, ইব্রাহিম শাহীন।