সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টাই সমালোচনা সহ্য করতে পারেন না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
তিনি বলেন, ‘অবাক সুষ্ঠু নির্বাচন, বিচারবিভাগের স্বাধীনতা ও আইনের শাসন আমাদের নিশ্চিত করতে হবে। এই দেশে রাজনৈতিক আন্দোলন বিক্ষোভ যাই হোক না কেন, তা দমনে পুলিশের গুলি ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে। এখন থেকে কোন বর্বর শাসন, বর্বর আইন প্রতিষ্ঠা করা যাবে না।’
আজ রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘সমালোচনা করলে অনেক উপদেষ্টাই খেপে যান। গণতন্ত্রে বিরোধী দল সমালোচনা করবে। এর মধ্য দিয়ে সরকার সংশোধন হবে। সমালোচনা নিতে না পারলে, পদত্যাগ করে রাজনৈতিক দল গঠন করুন।’
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ থেকে উস্কানি দিচ্ছেন দাবি করে তিনি বলেন, ‘শেখ হাসিনা আবারও তার বর্বর শাসন ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছেন। পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়ে তিনি নেতা-কর্মীদের নানা রকম চক্রান্ত ও উস্কানিমূলক কাজের নির্দেশ দিচ্ছেন। এখন জনগণের সাড়া না পেয়ে অনলাইনে হরতাল অবরোধ করছে আওয়ামী লীগ।
রুহুল কবির রিজভী বলেন, ‘এমন সংস্কার করতে হবে যাতে কোন সরকারই রক্তচক্ষু দেখিয়ে জনগণকে দমন করতে না পারে।’