ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ঝালকাঠির রাজাপুরে পূর্ব শত্রুতার জেরে আবুল বাসার (৪৫) নামে এক রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
গতকাল রবিবার রাতে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাউথপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল বাসার সাউথপুর গ্রামের মৃত তানজের আলী হাওলাদারের ছেলে।
পুলিশ ও নিহতের মামা রেজাউল করিম জানান, প্রতিবেশী পান্নু খানের ছেলে নাজমুল হাসান খানের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল রাজমিস্ত্রী আবুল বাসারের।
রবিবার রাতে আবুল বাসার কাজ শেষে বাড়ি ফেরার পথে হামলা করেন নাজমুল হাসান। এ সময় চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আবুল বাশারকে ফেলে রেখে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।