বাইজিদ আহাম্মেদ ,পলাশ প্রতিনিধি : নরসিংদীর পলাশে যুবদল নেতা শাহীন বিন ইউসুফ ও ছাত্রদল নেতা মকবুল মোর্শেদ রতনের উপর সন্ত্রাসীদের অর্তকৃত হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
আজ রোববার সকালে উপজেলা পরিষদের পাশের সড়কে এই মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ঘোড়াশাল সাদ্দাম বাজার উচ্ছেদকে কেন্দ্র করে গত ২৭ জানুয়ারি দুপুরে একদল সন্ত্রাসী দেশিয় অস্ত্র দিয়ে পৌর যুবদলের সদস্য সচিব শাহীন বিন ইউসুফ ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মকবুল মোর্শেদ রতনকে কুপিয়ে গুরুত্বর আহত করে।
এ ঘটনার ৬ দিন পার হলেও এখনো সন্ত্রাসীদে গ্রেফতার করা হয়নি। দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানানো হয়। মানববন্ধনে পরে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল নিয়ে পলাশ থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অবস্থান নেয়।
Facebook Comments Box