ফাইল ছবি
অনলাইন ডেস্ক : টঙ্গীর বিশ্ব ইজতেমায় বার্ধক্যজনিত কারণে ও হৃদক্রিয়া বন্ধ হয়ে ৬ মুসল্লির মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকাল পর্যন্ত তাদের মৃত্যু হয়।
এরা হলো খুলনা ডুমুরিয়া বাজার এলাকার লোকমান হোসেন গাজীর ছেলে আব্দুল কুদ্দুস গাজী (৬০), হবিগঞ্জের বাহুবল এলাকার নওয়াব উল্লাহর ছেলে ইয়াকুব আলী (৬০), হবিগঞ্জ সদরের দোস্ত মোহাম্মদের ছেলে রমিজ আলী (৬০), ভোলা জেলার চরফ্যাশন থানাধীন এয়াজপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে হাজী আব্দুল গফুর (৭৫), শেনপুর জেলার শ্রীবর্দি থানার রানী শিমুল গ্রামের আব্দুল্লাহ’র ছেলে ছাবেত আলী (৭০)।
বিষয়টি নিশ্চিত করেন ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান ও ট্যুরিষ্ট পুলিশ। অপরদিকে ঠাকুরগওয়ের আমিরুল ইসলাম নামে এক মুসল্লি হাসপাতালে মারা যান।