সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘শিক্ষার্থীরা জাতিকে জাগিয়েছে। এর চেয়ে গর্ভের জায়গা জাতির ইতিহাসে খুব কম আছে। আমি গর্ব করে বলবো বাংলাদেশের তরুণরা পৃথিবীতে অদ্বিতীয়।
আজ শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচোল মহিলা কলেজের তিন দশক পূর্তি উৎসবে তিনি এসব কথা বলেন।
ইসি বলেন, ‘আমাদের সন্তানদের রক্তের ওপর দাঁড়িয়ে নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণ করেছি। তাদের প্রতি ফোঁটার দাম পরিষদ করব। তবে নির্বাচন কমিশনে রয়েছি মাত্র পাঁচজন। আমরা সব ধরনের কাজ করতে পারব না। তাই সবস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
‘নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণ করে ঢাকা পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম। সেখানে ৮০-৮৫ জন শিক্ষার্থী ছিলেন। যাদের শারীরিক পরিস্থিতি অবর্ণনীয়। এমন সময়েও তাদের মধ্যে ৩-৪ জন ব্যক্তিগত সমস্যার কথা বললেও অন্য শিক্ষার্থীদের একটা বিরাট অংশ আমকে বললেন স্যার একটা ভালো নির্বাচন দিয়েন। না হয় সুস্থ হয়ে আবার রাস্তায় নামব।
তিনি বলেন, ‘পাকিস্তানের ইমরান খান খুব জনপ্রিয় ব্যক্তি। কিন্তু ক্ষমতায় আসতে পারে না। কিছুদিন আগে পাকিস্তানের এক নাগরিকের কাছে তাদের দেশের খোঁজ খবর নিচ্ছিলেন আমার স্ত্রী। পাকিস্তানি নাগরিক বললেন বাংলাদেশের ছাত্র লাগবে তাদের।
অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব ইরতেজা আহমেদ চৌধুরী, নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, নাচোল মহিলা কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুল হাকিম, সভাপতি মোজাম্মেল হক ও ওবায়দুর রহমানসহ অন্যরা।