করোনায় শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে রেমিডিয়াল ক্লাশ এবং পুনর্বিন্যাসিত সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার সকালে লালমনিরহাট যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, ১৫ মার্চ থেকে আমাদের সব শিক্ষাপ্রতিষ্ঠান পুরোদমে চলবে। আমাদের যেসব ঘাটতি রয়েছে সেগুলো পূরণের জন্য রেমিডিয়াল ক্লাশ হবে। এসএসসি-এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাসিত করা সিলেবাসে হবে।
বেসরকারি মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা ও ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের বিষয়ে তিনি বলেন, এই মুহূর্তে সরকারের পক্ষে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা সম্ভব নয়। বরং আগে যেসব প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছে সেটার ওপর একটা গবেষণা করা যেতে পারে। আমরা অবশ্যই চাইব প্রতিষ্ঠানগুলো ভালো করুক, আমাদের পড়াশোনার মান উন্নত হোক। সেজন্য যা করা দরকার অবশ্যই সেগুলো করা হবে।