ফাইল ছবি
অনলাইন ডেস্ক : মোহাম্মাদপুর ও আদাবরে অভিযান চালিয়ে ‘কব্জিকাটা গ্রুপে’র সদস্য মো. নাছির ওরফে পাগলা নাসিরসহ চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতার অন্যরা হলেন-মো. শাহীন ওরফে মোটা শাহীন (৩২), মো. আলামিন (৩০) এবং মো. শহীদুল ইসলাম আপন (২৫)।
গতকাল রাত সাড়ে ৯টার দিকে তিনটি ছুরি ও একটি চাকুসহ তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি খান আসিফ তপু বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি ছিনতাইকারী চক্রটি মোহাম্মদপুর ও আদাবর এলাকার বিভিন্ন স্থানে ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ প্রস্তুতি গ্রহণ করেছে। গ্রেফতারকালে ছিনতাইকারীদের কাছ থেকে দেশীয় অস্ত্র তিনটি ছুরি ও একটি চাকু উদ্ধার করা হয়।
তিনি জানান, গ্রেফতার মো. নাছির কব্জিকাটা গ্রুপের অন্যতম সদস্য আনোয়ারের সহযোগী। তার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় আটটি মামলা রয়েছে। পাগলা নাসির চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে মোহাম্মদপুর ও আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি তাদের থেকে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে পরবর্তীতে র্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।