সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : রাজধানীর পান্থপথে একটি বহুতল ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনেন। আজ সকাল সাড়ে ৮টার দিকে ১৫তলা একটি ভবনের ১০তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সকাল ৮টা ৪২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ৮টা ৫৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, পশ্চিম পান্থপথে ১৫তলা ভবনের ১০তলায় আগুন লাগে। দুই ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনটিতে পপুলার ফার্মাসিউটিক্যালসের অফিস রয়েছে। অগ্নিকাণ্ডে এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।