ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর চালু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্পোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা এরিয়া অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (বাণিজ্য) নাসির আহমেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার দিবাগত রাত থেকে নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকায় এক পর্যায়ে নিকটতম বস্তুটিও দেখা সম্ভব না হওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত ৪টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এসময় পাটুরিয়া-দৌলতদিয়া রুটের মাঝনদীতে রো-রো ফেরি শাহ পরান ও ইউটিলিটি ফেরি হাসনা হেনা নোঙর করতে বাধ্য হয়। পরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশা কেটে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।