ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় ওয়াজেদ আলী নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ ভোরে উপজেলার ধাওড়া গ্রামে এঘটনা ঘটে। এ সময় তৌহিদ নামে এক ব্যক্তি আহত হন। নিহত ওয়াজেদ আলী ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার রাত ৯টার দিকে ধাওড়া বাজার থেকে বাইসাইকেলযোগে ওয়াজেদ আলী আরেকজনকে সাথে নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি দ্রুতগামী একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। রাস্তার উপর ছিটকিয়ে পড়ে দুইজনই মারাত্মক আহত হন। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বৃহস্পতিবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওয়াজেদ আলী মারা যান। এতথ্য নিশ্চিত করে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ(ওসি) মাসুম খান।