সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানার সহ-সভাপতি মো. সাজ্জাদ হোসেনকে (২৪) গ্রেফতার করেছে র্যাব।
আজ রাজধানীর কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করেছে র্যাব-২। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলাকারী ও আন্দোলনে নিহত আকতার হোসেন হত্যা মামলার অন্যতম আসামি হলেন গ্রেফতার মো. সাজ্জাদ হোসেন। সাজ্জাদ নিষিদ্ধ ঘোষিত সংগঠন মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সহ-সভাপতি।
তিনি আরও জানান, গ্রেফতার সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।