বাংলাদেশের প্রথম নারী প্রোগ্রামার শাহেদা মুস্তাফিজকে নিয়ে বই

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম পথিকৃৎ শাহেদা মুস্তাফিজ। দেশের প্রথম নারী প্রোগ্রামার তিনি। বাংলাদেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের দীর্ঘ যাত্রায় যেসব মানুষের নাম শুরুতে আসবে, শাহেদা মুস্তাফিজ তাদের অন্যতম। তাকে নিয়ে বই লিখেছেন জনপ্রিয় লেখক ও সাংবাদিক রাহিতুল ইসলাম। তথ্যপ্রযুক্তির নায়ক শাহেদা মুস্তাফিজ শিরোনামের বইটি শাহেদা মুস্তাফিজের সংক্ষিপ্ত জীবনী। এতে তার জীবনের জানা-অজানা নানা তথ্য তুলে ধরা হয়েছে। তথ্যপ্রযুক্তির নায়ক শাহেদা মুস্তাফিজ প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা প্রতিভাষা। ‘তথ্যপ্রযুক্তির নায়ক’ সিরিজের তৃতীয় বই হিসেবে প্রকাশিত হচ্ছে এই বই।

 

বইটি সম্পর্কে লেখক রাহিতুল ইসলাম বলেন, ‘এখনো আমাদের দেশে প্রোগ্রামিংয়ে নারীরা কম আসেন। সেখানে প্রায় ৫০ বছর আগের চিত্র তো কল্পনাই করা যায় না। কোনো নারী তথ্যপ্রযুক্তি খাতে কাজ করতেন না। দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার বিজ্ঞান পড়ানো হতো না তখন। সেই পরিবেশেও দমে থাকেননি শাহেদা মুস্তাফিজদের মতো মানুষেরা। অথচ তাদের অবদানের কথা ধীরে ধীরে বিস্মৃত হয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ। দেশের তথ্যপ্রযুক্তি খাতে অবদান রাখা এমন মোট ১০ ব্যক্তিকে নিয়ে ‘তথ্যপ্রযুক্তির নায়ক’ সিরিজ প্রকাশ করার পরিকল্পনা রয়েছে আমার। বইগুলো পড়ে তরুণ প্রজন্ম জানতে পারবে, কীভাবে দেশের তথ্যপ্রযুক্তি খাত এত দূর এগিয়েছে। এই সিরিজ হবে তথ্যপ্রযুক্তি খাতের একটি ঐতিহাসিক দলিল।’

 

প্রতিভাষা প্রকাশনের সমন্বয়ক পান্থ দেব রায় জানিয়েছেন, লেখক রাহিতুল ইসলাম অনেক দিন আগে ‘তথ্যপ্রযুক্তির নায়ক’ সিরিজের বই প্রকাশ শুরু করেছেন। এই সিরিজের তৃতীয় বই তথ্যপ্রযুক্তির নায়ক শাহেদা মুস্তাফিজ। ৫০ বছরের মতো তথ্যপ্রযুক্তি খাতে সক্রিয় ছিলেন শাহেদা মুস্তাফিজ। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রোগ্রামার। সেদিক থেকে তাঁর এই সুখপাঠ্য জীবনী ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ দলিল।

 

উল্লেখ্য, এর আগে তথ্যপ্রযুক্তির নায়ক আবদুল্লাহ এইচ কাফি এবং এস এম কামালকে নিয়ে রাহিতুল ইসলামের লেখা দুটি বই প্রকাশিত হয়েছে। তথ্যপ্রযুক্তির নায়ক শাহেদা মুস্তাফিজ বইটির মুদ্রিত মূল্য ২৫০ টাকা। প্রচ্ছদ এঁকেছেন নিয়াজ চৌধুরী তুলি। বইটি পাওয়া যাচ্ছে প্রথমা ডটকমসহ বিভিন্ন অনলাইন বুকশপ এবং সকল বইয়ের দোকানে। ঘরে বসে পাওয়া যাবে https://www.prothoma.com/product/47945/totthoprojuktir-nayok-shaheda-mustafiz ও https://www.rokomari.com/book/446697/totthoprojuktir-nayok-shaheda-mustafiz এই ঠিকানায়।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» মানবাধিকার রক্ষায় মাইলফলক স্থাপন করে যেতে চায় অন্তর্বর্তী সরকার

» ডাকসু-জাকসু নির্বাচনে কে কোন পদে বসবে আগেই নির্ধারিত ছিল: পাপিয়া

» অবৈধ ডাবল ব্যারেল বন্দুকসহ একজন আটক

» দুপুরে দাওয়াত খাইয়ে রাতে যুবলীগ নেতাকে গ্রেপ্তার করলেন ওসি

» জাতি হিসেবে বরাবরই আমরা সুবিধাবাদী ও স্বার্থপর: নুরুল হক নুর

» আ.লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটের অধিকার নিষিদ্ধ না: উপদেষ্টা ফাওজুল কবির

» গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য : সালাহউদ্দিন

» রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে দু’দিনে ৩৫৪১ মামলা

» লংকানদের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ

» সরকারি চাকরিজীবীরা টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাংলাদেশের প্রথম নারী প্রোগ্রামার শাহেদা মুস্তাফিজকে নিয়ে বই

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম পথিকৃৎ শাহেদা মুস্তাফিজ। দেশের প্রথম নারী প্রোগ্রামার তিনি। বাংলাদেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের দীর্ঘ যাত্রায় যেসব মানুষের নাম শুরুতে আসবে, শাহেদা মুস্তাফিজ তাদের অন্যতম। তাকে নিয়ে বই লিখেছেন জনপ্রিয় লেখক ও সাংবাদিক রাহিতুল ইসলাম। তথ্যপ্রযুক্তির নায়ক শাহেদা মুস্তাফিজ শিরোনামের বইটি শাহেদা মুস্তাফিজের সংক্ষিপ্ত জীবনী। এতে তার জীবনের জানা-অজানা নানা তথ্য তুলে ধরা হয়েছে। তথ্যপ্রযুক্তির নায়ক শাহেদা মুস্তাফিজ প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা প্রতিভাষা। ‘তথ্যপ্রযুক্তির নায়ক’ সিরিজের তৃতীয় বই হিসেবে প্রকাশিত হচ্ছে এই বই।

 

বইটি সম্পর্কে লেখক রাহিতুল ইসলাম বলেন, ‘এখনো আমাদের দেশে প্রোগ্রামিংয়ে নারীরা কম আসেন। সেখানে প্রায় ৫০ বছর আগের চিত্র তো কল্পনাই করা যায় না। কোনো নারী তথ্যপ্রযুক্তি খাতে কাজ করতেন না। দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার বিজ্ঞান পড়ানো হতো না তখন। সেই পরিবেশেও দমে থাকেননি শাহেদা মুস্তাফিজদের মতো মানুষেরা। অথচ তাদের অবদানের কথা ধীরে ধীরে বিস্মৃত হয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ। দেশের তথ্যপ্রযুক্তি খাতে অবদান রাখা এমন মোট ১০ ব্যক্তিকে নিয়ে ‘তথ্যপ্রযুক্তির নায়ক’ সিরিজ প্রকাশ করার পরিকল্পনা রয়েছে আমার। বইগুলো পড়ে তরুণ প্রজন্ম জানতে পারবে, কীভাবে দেশের তথ্যপ্রযুক্তি খাত এত দূর এগিয়েছে। এই সিরিজ হবে তথ্যপ্রযুক্তি খাতের একটি ঐতিহাসিক দলিল।’

 

প্রতিভাষা প্রকাশনের সমন্বয়ক পান্থ দেব রায় জানিয়েছেন, লেখক রাহিতুল ইসলাম অনেক দিন আগে ‘তথ্যপ্রযুক্তির নায়ক’ সিরিজের বই প্রকাশ শুরু করেছেন। এই সিরিজের তৃতীয় বই তথ্যপ্রযুক্তির নায়ক শাহেদা মুস্তাফিজ। ৫০ বছরের মতো তথ্যপ্রযুক্তি খাতে সক্রিয় ছিলেন শাহেদা মুস্তাফিজ। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রোগ্রামার। সেদিক থেকে তাঁর এই সুখপাঠ্য জীবনী ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ দলিল।

 

উল্লেখ্য, এর আগে তথ্যপ্রযুক্তির নায়ক আবদুল্লাহ এইচ কাফি এবং এস এম কামালকে নিয়ে রাহিতুল ইসলামের লেখা দুটি বই প্রকাশিত হয়েছে। তথ্যপ্রযুক্তির নায়ক শাহেদা মুস্তাফিজ বইটির মুদ্রিত মূল্য ২৫০ টাকা। প্রচ্ছদ এঁকেছেন নিয়াজ চৌধুরী তুলি। বইটি পাওয়া যাচ্ছে প্রথমা ডটকমসহ বিভিন্ন অনলাইন বুকশপ এবং সকল বইয়ের দোকানে। ঘরে বসে পাওয়া যাবে https://www.prothoma.com/product/47945/totthoprojuktir-nayok-shaheda-mustafiz ও https://www.rokomari.com/book/446697/totthoprojuktir-nayok-shaheda-mustafiz এই ঠিকানায়।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com