রুখসানা রিমি:
একটি অচিন গাছকে হৃদয়ের ছাদে তুলে
তার গোড়ায় পানি ঢালতে ঢালতে
বলেছিলাম- তোমাকে রোজ
এভাবেই আমি পান করাবো
তুমি ফুল দিও ফল দিও।
জবাবে অচিন গাছ বলেছিল-
শর্ত দিয়ে ভালবাসা হয় না কবি
আমি যাকিছু দেই হৃদয়ের তাগিদে।
সেই থেকে আমি আর কারো কাছে
ভালবাসার মানে খুঁজি না
ভালবাসতে আত্মার উদারতা লাগে
ত্যাগের মহিমা লাগে
এসবও শিখেছি মহাত্মা প্রকৃতির কাছে।
সেদিন আমি অচিন গাছের কাছে হেরে
আত্মার শুদ্ধতা শিখেছিলাম
বহুকাল পরে আবারও হারলাম
অনুরাগের কাছে
নিশ্চুপ সবকিছু মেনে অনুরাগ আমায়
শেখালো শর্তহীন মার্জনা কাকে বলে।
Facebook Comments Box