ফাইল ছবি
অনলাইন ডেস্ক :মানিকগঞ্জের সিংগাইরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী ইউসুফ আলী (২০) নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।
আজ সকাল ১১টার দিকে সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়কের খোলাপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ইউসুফ আলী মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের চক গোবিন্দপুর গ্রামের আরশেদ আলীর ছেলে।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বলেন, সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের খোলাপাড়া এলাকায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে ইউসুফ আলী নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি থানায় আনা হয়েছে।