ফাইল ছবি
কিশোরগঞ্জের ভৈরবে দুই ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার রাত ১১টার দিকে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতার দুইজন হলেন ভৈবর উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া এলাকার মাজহারুল ইসলামের ছেলে মানিক রতন (২২) ও ভৈরবের কমলপুর এলাকার দুলাল মিয়ার ছেলে রাজিব মিয়া (৩৯)।
র্যাবের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা (পিপিএম-সেবা) জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দলটি ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। ছিনতাই করার সময় র্যাব সদস্যরা তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে।
তিনি আরও জানান, গ্রেফতার দুইজনকে ভৈরব থানায় মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।