মোহাম্মদপুর রায়েরবাজার এলাকায় এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।
শুক্রবার মধ্যরাতে রায়েরবাজার আজিজ খান রোডে এই ঘটনা ঘটে।
নিহতের নাম আমির হোসেন (২৮)। তার বাসা পুরান ঢাকার শহীদনগর এলাকায়।
আমির হোসেনের স্বজনরা জানান, কাজ শেষে বাড়ি ফেরার পথে দুজন তাকে রায়েরবাজার এলাকায় নিয়ে ছুরিকাঘাত করে। পরে রাত ১টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।,
নিহত আমির ছিন্নমূল ফুল বিক্রেতা। স্থানীয় মাদক কারবারিদের সঙ্গে বিরোধের জেরে এই হত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশের।