ফাইল ছবি
অনলাইন ডেস্ক: আগামীকাল সকাল থেকে বিকাল পর্যন্ত মুন্সিগঞ্জ সদরের অন্তত ৬০ এলাকায় বিদ্যুত সরবরাহ বন্ধ থাকবে। ওই সব এলাকায় অন্তত সাড়ে ৮ ঘন্টা বিদ্যুত থাকবে না।
মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সানোয়ার হোসেন জানান, বৈদ্যুতিক লাইনের জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত বিদ্যুত সরবরাহ বন্ধ থাকবে।
এতে বিদ্যুত থাকবে না সদতর উপজেলার ইদ্রাকপুর, মালাপাড়া, জমিদারপাড়া, মুন্সিগঞ্জ বাজার, পুরাতন কাচারী, খালইস্ট, উত্তর ইসলামপুর, দক্ষিণ ইসলামপুর, হাটলক্ষ্মীগঞ্জ, নয়াপাড়া, মোল্লারচর, মালদ্বীপ, রমাজনবেগ, গুচ্ছগ্রাম, চরহোগলা, মুন্সীরহাট, কাটাখালী, রন্ছ হাওলাপাড়া, রন্ছ সরকারবাড়ি, ভিটি শিলমন্দি, পাঁচঘরিয়াকান্দি, চরশিলমন্দি, মুক্তারপুর পুরাতন ফেরীঘাট, নয়াগাঁও, মিরেশ্বর, গোসাইবাগ, বাগবাড়ি এলাকা ও মহাকালী ইউনিয়নের সাতানিখিল, নুরাইতলী, মহাকালী, লোহারপুল, ঘাষিপুকুরপাড়, বাগেশ্বর প্রভৃতি এলাকায় বিদ্যুত সরবরাহ থাকবে না।