ফাইল ছবি
অনলাইন ডেস্ক::মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় মেজবাহ উদ্দিন (৪২) নামে এক মসজিদের ইমামকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
মেজবাহ উদ্দিন উপজেলার সোনরং গ্রামের মো. আবু বক্করের ছেলে। তিনি উপজেলার আউটশাহী ইউনিয়নের তাল গাছতালা মসজিদের ইমাম ও সোনারং আদর্শ মহিলা মাদ্রাসার মুহাদ্দিস।
স্থানীয়ভাবে জানা যায়, কে বা কারা মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ঈমাম মেজবাহ উদ্দিনের বাড়ির কেচি গেটের তালা ভেঙে রুমে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ভুক্তভোগী মেজবাহ উদ্দিন জানান, গত রাতে আমার ভবনের কেচি গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে ধারলো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আমাকে কুপিয়ে জখম করে। এতে আমার মাথায় ও হাতে কোপ লাগে। আমাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে তারা পলিয়ে যায়।
পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য আমাকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে আমার মাথায় ১০টি ও হাতে ১৪টি সেলাই দিতে হয়। সদর হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে চলে আসি। পরে অবস্থা খারাপ হলে পুনরায় টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি হই।
এ ঘটনায় বুধবার বেলা ১১টার দিকে স্থানীয় আলেম-ওলামারা একটি প্রতিবাদ মিছিল করে।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, ইমাম সাহেব মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। মাদক ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে তার উপরে হামলা করতে পারে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি।