রুখসানা রিমি
———–
অভিযোগ বানানো যায়।
মনগড়া অভিযোগে দোষী ভেবে
কাউকে দূরে ঠেলা যায়।
ছেড়ে যাওয়া যায়!
কিন্তু মনটা পড়ে থাকে সেই
অচেনা বাতাসের ঘ্রাণে।
উন্মাতাল ঢেউয়ের ভাঁজে ভাঁজে…
এখন আর আক্ষেপ করে কী লাভ?
শূন্যস্থান চিরদিন শূন্য থাকে না।
আর কিছু না হলেও ধূলিকণা এসে
তাবৎ শূন্যতার পূর্ণতা দিয়ে যায়।
দাম্ভিক কবির দরদী মন হয়ে ওঠে
বিক্ষুব্ধ, বিষাদময়…
Facebook Comments Box