ফাইল ছবি
অনলাইন ডেস্ক::লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
আজ দুপুর ১টার পূর্বে সালাহউদ্দিন আহমেদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। তার ব্যক্তিগত সহকারী ওসমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, শনিবার (৪ জানুয়ারি) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে তিনি রওনা দেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে গত ২০ ডিসেম্বর যুক্তরাজ্য যান সালাহউদ্দিন আহমেদ। লন্ডনে বড় মেয়ের বাসায় ছিলেন তিনি। সফরকালে বিএনপির আগামী দিনের রাজনীতি, আগামী জাতীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক ছাড়াও যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে।