ফাইল ছবি
অনলাইন ডেস্ক: কিশোরগঞ্জে ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার রাত ৮টার দিকে সদর উপজেলার রশিদাবাদ নামাপাড়া বেইলি ব্রিজের ওপর অভিযান চালায় র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল। গ্রেফতার সুমি বেগম (২৬) ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের পাগাচন চাঁনপুর গ্রামের শাহ আলমের স্ত্রী। তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মসজিদপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের পিছনে বসবাস করছেন।
র্যাব সূত্র জানায়, অভিযানকালে সুমি বেগম নামে একজনকে আটক করা হয়। তার সঙ্গে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও একটি মোবাইল ফোনসেট উদ্ধার করে র্যাব।
র্যাবের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দিয়ে তাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।