ফাইল ছবি
আফতাবনগর এলাকার একটি বাসায় স্বামীর ছুরিকাঘাতে মিম আক্তার (২২) নামে এক গৃহবধূ নিহত হয়।
বুধবার দিনগত রাত সোয়া ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
নিহত মিমের বোন তামান্না বলেন, দুলাভাই শেখ সোহেলের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে আমার বোনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুলাভাই ক্ষিপ্ত হয়ে বোনের পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে আমার বোন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।