সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক :আমরা প্রশাসক দিয়ে দেশ চলতে দেখতে চাই না বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
বুধবার (১৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন আয়োজিত এক কাউন্সিলর সমাবেশে তিনি এসব কথা বলেন।
‘ছাত্র-গণহত্যা ও ফ্যাসিবাদবিরোধী সিটি এবং পৌর কাউন্সিলরদের জনস্বার্থে পুনর্বহালের দাবি ও বর্তমান সরকারকে সহযোগিতার লক্ষ্যে’ এ সমাবেশের আয়োজন করা হয়।
সারজিস আলম বলেন, আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, আমরা প্রশাসক দিয়ে দেশ চলতে দেখতে চাই না। আমলারা আমলাতন্ত্রে তাদের যতটুকু টেরিটরি তারা সেখানে কাজ করবেন। জনপ্রতিনিধিরা জনগণের সঙ্গে তাদের যতটুকু পরিধি সেখানে কাজ করবেন। এই কম্বিনেশন যদি না থাকে তাহলে দিন শেষে যেভাবে রাষ্ট্রের ফাংশন করার কথা সেভাবে ফাংশন করা সম্ভব নয়। আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা পেতে চাই, আপনাদের (কাউন্সিলর) মধ্যে এমন কারো কথা আগামীতে যেন আমরা না শুনি, যারা ক্ষমতা পেয়ে আবার সেই ক্ষমতার অপব্যবহার শুরু করেছে।
তিনি বলেন, জনপ্রতিনিধিরা যেভাবে জনগণের সঙ্গে সম্পৃক্ত, তাদের দুঃখ-কষ্ট, দুর্দশা তারা যেভাবে বোঝেন, তাদের সঙ্গে যেভাবে মেশেন, তা কোনো আমলা কেন, যারা ওই বিভিন্ন অফিসে বসে থাকেন- যতবড় অফিসারই হোন না কেন, তাদের পক্ষে বোঝা সম্ভব না।
জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা দেওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, বাংলাদেশে শুধু কাউন্সিলর নয়, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক বা মন্ত্রী হোক, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় অর্থনৈতিক কাঠামো বিবেচনায়, মানুষের খরচ বিবেচনায় নির্দিষ্ট একটি পদে একজন জনপ্রতিনিধির মাসিক যে খরচ হয় তেমন একটি স্ট্যান্ডার্ড খরচ তাকে সম্মানীভাতা হিসেবে অবশ্যই দেওয়া উচিত। আপনি যদি সেটা না দেন আর চারদিক থেকে এটার জন্য ওটার জন্য চাপাচাপি করেন তাহলে দিনশেষে তাকে অন্য কোনো না কোনো উপায় বের করতে হয়। আমরা আমাদের জায়গা থেকে আপনাদের শুধু একটি কথাই বলি জনগণ এবং যারা জনগণের জায়গা থেকে কাজ করবে আমরা তাদের মধ্যে ব্রিজ হয়ে কাজ করতে চাই।
সারজিস বলেন, যেকোনো যৌক্তিক দাবিতে আমরা আপনাদের সঙ্গে আছি। আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকবো। আমরা বিশ্বাস করি দেশের মানুষকে সর্বোপরি বাংলাদেশ রাষ্ট্রকে সামনে রেখে আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ থাকবেন। যৌক্তিক দাবিতে ঐক্যবদ্ধ থাকবেন।