সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক :ব্যাটিং ব্যর্থতায় স্কোরবোর্ডে বেশি রান তুলতে পারেনি বাংলাদেশ। আগে ব্যাট করে গড়েছে মাত্র ১২৯ রানের পুঁজি। এই সংগ্রহ নিয়েই বল হাতে প্রথম ৬ ওভারে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে টাইগাররা। তাসকিন আহমেদ এবং শেখ মেহেদি হাসানের জোড়া উইকেট শিকারে কিছুটা হলেও স্বস্তি পাওয়ার কথা বাংলাদেশ অধিনায়কের।
প্রথম ম্যাচের মতো এদিনও নিজের স্পেলের প্রথম বলেই উইকেট পেয়েছেন তাসকিন। শেখ মেহেদিও নতুন বলে প্রমাণ করেছেন নিজের কার্যকারিতা।
৬ ওভার শেষে উইন্ডিজদের সংগ্রহ ৩২ রান। উইকেট হারিয়েছে ৪টি। ক্রিজে আছেন রস্টন চেজ এবং ক্যারিবিয়ান অধিনায়ক রভম্যান পাওয়েল।
হাসান মাহমুদের ইনিংসের প্রথম ওভারেই বাউন্ডারি পেয়েছিলেন ব্রেন্ডন কিং। পরের ওভারেই শেখ মেহেদিকে এক চার আর এক ছক্কায় ঝড়ের আভাস দেন জনসন চার্লস। অবশ্য সেটা আর হয়নি। তৃতীয় ওভারেই জোড়া উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। প্রথম বলেই দারুণ এক লেংথ ডেলিভারিতে কিংকে উইকেটের পেছনে ক্যাচ বানালেন তাসকিন। ৫ বলে ৮ রানে ফিরলেন। শেষ বলে ফ্লেচারকেও উইকেটের পেছনে ক্যাচ বানালেন। ৪ বলে শূন্য রানে ফিরলেন ফ্লেচার।
চতুর্থ ওভারে এক বাউন্ডারি হজম করলেও জনসন চার্লসকে এলবিডব্লিউতে ফেরান শেখ মেহেদি। এরপরেই স্লিপে সৌম্য সরকারকে ক্যাচ দিয়ে ফেরেন নিকোলাস পুরান। পাওয়ারপ্লের শেষটা তাই বাংলাদেশের জন্য বেশ স্বস্তিরই বলা চলে।