শাহনাজ পারভীন মিতা:
অপার শূন্যতা চারিধার
গহীনের ডাক অন্তর বাহির,
ঝিনুকর বুকে মুক্তো যখন
নীরব নিশ্চুপ সমুদ্র অতলে তখন।
তবুও তারই মাঝে নীল আকাশ
অসীম সমুদ্র নদী নিরবধি।
গহন অরণ্য আর নীল পাহাড়
তারই মাঝে রুপালী চূড়ার সমাহার,
সেখানেই মুগ্ধ দৃষ্টি সবুজে সবুজ
অশ্রুজলে মরুর বুকে ক্যাকটাসে ফুল।
শব্দের পর শব্দের ঢেউ
জলে ভাসা পদ্ম,অজানা কেউ,
কবিতার মালা হাতে দাঁড়ায়
সময়ের বিস্মৃতির খেরোখাতায়।
অবিরাম লিখে চলা আনমনে
কখনও গানে গানে মনের কলতানে,
অসংখ্য দাঁড়কাক কা -কা
কোলাহলে মন কখনও বলে না।
কবিতার খেরোখাতায় টিউলিপ প্রান্তর
ফুলে ফুলে ভরে যায় গহন অন্তর,
রক্তাক্ত হৃদয় শুষে নেয় কষ্ট প্রতিনিয়ত
হৃদয় দহনে অবিরাম অবিরত ।