সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বলেছেন, শিবির ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং সৎ নেতৃত্ব গড়ে তুলতে কাজ করছে। শিবির যে উদ্দেশ্য নিয়ে কাজ করে, গোটা জাতি সেই একই উদ্দেশ্যে একমত পোষণ করায় ৫ আগস্টের মতো বিরাট বিজয় সম্ভব হয়েছে। দেশের মানুষ এখন দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি মুক্ত ও সন্ত্রাস মুক্ত একদল সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্ব চায়। আর ছাত্রশিবির সেই যোগ্য নাগরিক তৈরির একমাত্র প্ল্যাটফর্ম।
মঙ্গলবার রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখার বার্ষিক সদস্য বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগর দক্ষিণের আমির বলেন, এ দেশে ভারতীয় আধিপত্যবাদ ও তাদের কোনো দাদাগিরি আর মানবে না ছাত্র-জনতা। কেউ কালো হাত বাড়ালে এ দেশের ছাত্রসমাজ সেই হাত ভেঙে গুঁড়িয়ে দিতে আর দ্বিধা করবে না।
ছাত্রশিবিরের সদস্যদের তিনি বলেন, শিবিরের উচিত প্রতিটি পাড়া-মহল্লার প্রতিটি বাড়িতে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া। বর্তমান ছাত্রসমাজের মধ্যে ইসলামী মূল্যবোধ সৃষ্টি করতে হবে। শিবিরের সব সদস্যকে হতে হবে জ্ঞানপিপাসু, কর্মসহিষ্ণু, ত্যাগ-কুরবানিতে অগ্রগামী, নিয়মানুবর্তী এবং সময়ানুবর্তী। তাহলেই এক দিন এ দেশে ইসলামের রাজ কায়েম হবে।
নূরুল ইসলাম বুলবুল বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রশিবিরের সদস্যদের সদা প্রস্তুত থাকতে হবে। আধিপত্যবাদী শক্তির যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে ছাত্র সমাজকেই সবার আগে এগিয়ে আসতে হবে।
ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত বার্ষিক সদস্য বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. খলিলুর রহমান মাদানী।
এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবির সভাপতি আলাউদ্দিন আবির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আ. কাইয়ুম মুরাদ ও মহানগর পূর্বের সভাপতি মোজাফফর হোসেনসহ অনেকে।