ঢাকা, ১৭ ডিসেম্বর’২০২৪] ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এর ১৮তম বার্ষিক সাধারণ সভায় নতুন নেতৃত্ব করা হয়েছে। আইবিএফবি-এর প্রেসিডেন্ট হিসেবে মিসেস লুতফুন নিসা সৌদীয়া খান, সৈয়দ মুস্তাফিজুর রহমান এবং ইঞ্জিনিয়ার উৎপল কুমার দাস যথাক্রমে ভাইস প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) নির্বাচিত।
ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) – দেশের নেতৃস্থানীয় গবেষণা ও সর্মথন ভিত্তিক ব্যবসায়িক সংগঠন, দেশটির ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের সদস্যদের মধ্যে প্রেসিডেন্ট হিসেবে মিসেস লুতফুন নিসা সৌদীয়া খানকে নির্বাচিত করেন। তিনি বাংলা ফোন লিমিটেড, কমলিঙ্ক ইনফো টেক লিমিটেড এবং নিউটন ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর চেয়ারম্যান।
আইবিএফবি এর ২০২৩ সালের বার্ষিক সাধারণ সভায় ভাইস প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) নির্বাচিত হয়েছেন যথাক্রমে জনাব সৈয়দ মুস্তাফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, নভো কার্গো সার্ভিসেস লিঃ এবং ইঞ্জিনিয়ার উৎপল কুমার দাস, চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক, পাওয়ারট্র্যাক গ্রুপ।
জনাব হুমায়ুন রশীদ সাবেক সভাপতি হিসেবে র্বোডে উপস্থতি থাকবেন।
অন্যান্যদের মধ্যে মেজর জেনারেল (অব:) মোহাম্মদ শামীম চৌধুরী পরচিালক, থরোপ বাংলাদেশ লিমিটেড, এম,এ হাশেম, চেয়ারম্যান, সজীব গ্রুপ, মোহাম্মদ এরশাদ হুসেন রানা, চেয়ারম্যান এবং সিইও , ডাওয়ান গ্রুপ, মোহাম্মদ ফখরুদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, ইউনাইটেড ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং কর্পোরেশন লিমিটেড, মোহাম্মদ জাহানঙ্গীর কবির, প্রোপাইটার, ইমপ্রেস কম্পিঊটারাইজড লেবেলস, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, চেয়ারম্যান এবং সিইও, এস এস ট্রেডিং এবং টি এস ড্রেজিং, প্রতিষ্ঠাতা পরচিালক, ওয়েস্টার্ন মেরিন গ্রুপ এবং মোহাম্মদ শফিকুল আলম, এফ সি এস, এফ সি এম এ, এফ সি এ, চেয়ারম্যান, বিজ সলিউশন পি এল সি পরিচালক হিসেবে নির্বাচিত হন।