সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পতেঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আবদুল বারেক কোম্পানিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৭)। পরবর্তীতে তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
আজ চকবাজার থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়ছে বলে জানান র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন। তিনি বলেন, সোমবার সকালে চসিকের ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুল বারেককে র্যাবের একটি দল চকবাজার থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দলটির সিনিয়র নেতারা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, গুলিবর্ষণ এবং শিক্ষার্থী হত্যার অভিযোগে হওয়া মামলায় গ্রেফতার এড়াতে চট্টগ্রাম সিটি করপোরেশনের অনেক কাউন্সিলররাই বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছেন।