লিয়াকত হোসাইন লায়ন জামালপুর প্রতিনির্ধি : বাঙালি জাতির শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিবস। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশের অভ্যূদয়ের দিন বিজয় দিবস।
জামালপুরের ইসলামপুর উপজেলা প্রশাসন আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ৩১ বার তোপ ধ্বনি ও মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন ও নানা কর্মসূচি দিবসটি মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
সকালে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি,জামায়াত ইসলামসহ রাজনৈতিক সংগঠন, প্রেসক্লাব, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। পরে দোয়া মাহফিল অনু্িষ্ঠত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তৌহিদুর রহমানের সভাপতিত্বে এসময় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনর্পি সাধারণ সম্পাদক নুরল ইসলাম নবাব,সাবেক পৌর বিএনপির সভাপতি জয়নাল আবেদীন,ইসলমাপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ,পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী,সাধারন সম্পাদক জাকির হোসেন,বীর মুক্তিযোদ্ধা হাবিুবর রহমান,উপজেলা জামায়াত ইসলামী আমির মাঃ রাশেদুজ্জামান ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি সুলতান মাহমুদ সিরাজীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে বীর মুক্তিযোদ্ধা,যোদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধাদের বীর মুক্তিযোদ্ধা বারী মন্ডল অডিটরিয়ামে সংবর্ধনা প্রদান মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।