সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় র্যালিতে অংশ নিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
আজ সকাল ১০টা থেকেই ছোট ছোট মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন তারা।
কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে শিক্ষার্থীরা ‘একাত্তরের স্বরণে-ভয় করি না মরণে’, ‘দিল্লী না ঢাকা-ঢাকা ঢাকা’, ‘দালালি না রাজপথ-রাজপথ রাজপথ’, ‘আবু সাইদ মুগ্ধ-শেষ হয়নি যুদ্ধ’, ‘দালালি না আজাদী আজাদী’-ইত্যাদি স্লোগান দেন।
এর আগে সোমবার বেলা ১১টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম জানান, ‘আজ বিকাল ৩টায় বাংলামোটর রূপায়ন টাওয়ারের সামনে থেকে শহীদ মিনার পর্যন্ত বিজয় র্যালি হোক পুরো বাংলাদেশের ঐক্যের প্রতিচিত্র।
এর আগে গতকাল রবিবার (১৫ ডিসেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসানের পাঠানো এক বার্তায় বিজয় দিবসের এই কর্মসূচির কথা জানানো হয়।
বার্তায় বলা হয়, ১৬ ডিসেম্বর সকালে জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের ও ২০২৪-এর গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে দিনটি শুরু করবে সংগঠনটি। সকাল ১০টায় বিজয় র্যালির জমায়েত শুরু হবে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে।
র্যালিটি আশপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে সমাবেশের মাধ্যমে শেষ হবে। র্যালিতে শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং সর্বস্তরের ছাত্র নাগরিকরা অংশ নেবেন।