সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সবাইকে চোখ কান খোলা রাখতে হবে এবং নিশ্চিন্তে ঘুমানো যাবে না।
সকল ষড়যন্ত্র রুখতে ধৈর্য ও ঐক্যের নির্দেশ দেন তিনি।
বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের লজ্জা হওয়া উচিত। যাদের জন্য কবরস্থানে বা হাঁটুপানিতে রাত কাটিয়েছেন, যারা আওয়ামী পুলিশের সহযোগিতায় আপনাদের সন্তান ও স্ত্রীর ওপর নির্যাতন করেছে। তাদের এখন সামনে নিয়ে আসছেন। তারা যেন আর কখনোই আমার সামনে না আসে। আমাকে মন্ত্রী বানালেও আমি সেই হাঁটুপানির মানুষদের কথা ভুলবো না।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলনরত সকল দলকে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে গঠিত জোটকে সবাইকেই ভোট দিতে হবে।
রবিবার সকালে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে বিএনপির ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত ৮৪ বান ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সাবেক কেন্দ্রীয় মহিলা দলের প্রচার সম্পাদক তামান্না ফারুক সীমা বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন সেনবাগ পৌরসভা বিএনপির আহ্বায়ক আব্দুল হান্নান লিটন। এছাড়াও বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।