সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : ‘ফ্যাসিবাদ মুক্ত, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে কানাডার টরন্টোর বাংলা টাউনে বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ (পিডিআই) এ আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজফর সৈয়দ ফেরদৌস। মনির জামান রাজুর পরিচালনায় প্রথম পর্বে কানাডায় বসবাসরত মুক্তিযোদ্ধাদের মধ্যে চার জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়।
লাল সবুজের উত্তরীয় দিয়ে সম্মাননা জানানো চার বীর মুক্তিযোদ্ধা হলেন- আজিজুল মালিক, মোহাম্মদ মাশুক মিয়া, মোহাম্মদ ইলিয়াস মিয়া ও সৈয়দ নাজমুল হোসেন।
সভায় আলোচনা করেন- বিদ্যুৎ রঞ্জন দে, সাংবাদিক সৈকত রুশদী, সাবেক ছাত্রনেতা নাসির উদ দুজা, উদীচী সাধারণ সম্পাদক মিনারা বেগম, অন্যস্বর প্রধান আহমেদ হোসেন,নাট্যকর্মী নয়ন হাফিজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ খন্দকার টুকু, পাঠশালার ফারহানা আজিম শিউলী, স্বপন দেব প্রমুখ।
বক্তারা বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। জুলাই অভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতন হলেও এখনও ব্যবস্থার কোন পরিবর্তন হয় নি। দেশে সাম্প্রদায়িক শক্তির অপতৎপরতা বেড়েছে। বক্তারা দেশে দ্রুততম সময়ে প্রয়োজনীয় সংস্কার শেষে একটি অবাধ সুষ্ঠু ও কালো টাকার প্রভাবমুক্ত একটি সাধারণ নির্বাচন দাবি করেন।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। রওশান জাহান উর্মীর উপস্থাপনায় অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন- শহরের বিশিষ্ট নৃত্য শিল্পী অরুনা হায়দার। কবিতা আবৃত্তি করেন- কবি রেজা অনিরুদ্ধ, মাসুদ পারভেজ, সৈয়দ মার্জিয়া আফরোজ, ফারজানা বেবি।
সংগীত পরিবেশন করেন- ফারহানা আজিম শিউলী, আসিফ চৌধুরী এবং ক্লোজআপ তারকা নওরিন, সুমন মালিক। গণসংগীত পরিবেশন করেন উদীচী শিল্পী গোষ্ঠী, কানাডা।
সূএ: বাংলাদেশ প্রতিদিন