সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক:টেকনাফে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড বুলেটসহ মো. আমির হামজা (৩৮) নামে একজনকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার রাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের দৈংগা কাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। আমির হামজা মৃত আবুল হোছনের ছেলে।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া অফিসার) অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোরে হোয়াইক্যং ক্যাম্পের একটি দল টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের দৈংগা কাটায় অভিযান চালায়। এসময় একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড বুলেটসহ মো. আমির হামজাকে আটক করা হয়। তাকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।