সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : পতন হয়েছে সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদ সরকারের। রবিবার ভোরে বিমানে করে রাজধানী দামেস্কে ছেড়ে অজানা গন্তব্যের উদ্দেশে পালিয়ে যান প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। এরপর দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি বিদ্রোহীদের সঙ্গে হাত মেলানোর ঘোষণা দেন। এর মধ্য দিয়ে সিরিয়ায় দীর্ঘ ৫৪ বছরের স্বৈরশাসনের পতন হলো।
এদিকে, বিদ্রোহীরা ঘোষণা দিয়ে বলছেন, আপাতত সরকারি প্রতিষ্ঠানগুলো প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানেই থাকবে।
ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এর নেতা আবু মোহাম্মদ আল-জোলানি টেলিগ্রামে ঘোষণা দিয়ে বলেন, বিদ্রোহীরা দামেস্কের কোনও সরকারি প্রতিষ্ঠানে যাবে না।
তিনি বলেন, “সরকারি প্রতিষ্ঠানগুলো ‘আনুষ্ঠানিকভাবে হস্তান্তর না হওয়া পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালির তত্ত্বাবধানেই থাকবে।” সূত্র: বিবিসি, আল-জাজিরা