শাহনাজ পারভীন মিতা :
কথা ছিলো দেখা হবেই হবে
সকালের সূর্য নিয়ে তুমি আসবে,
প্রশান্ত থেকে বঙ্গোপসাগরে
সূর্যাস্তের অন্ধকার ,রিনিঝিনি নুপূরে বাজবে!
পরিযায়ী পাখির মত উষ্ণতার সন্ধানে
ছেড়ে গহন প্রশান্তের শীতল বন্ধন
তুমি ডানা মেলবে পশ্চিম থেকে পূর্বে
বঙ্গোপসাগরের বুকে প্রেমের উত্তাপে!
তুমি নও উড়ে এলো একঝাঁক বালিহাঁস
চুপিচুপি শোনালো ভগ্নহৃদয়ে আশ্বাস,
শোনাবো তোমায় প্রশান্তের কলতান
যেখানে মিশে যাবে প্রেম বিরহিণী প্রাণ!
হায় প্রেম কেনো তুমি ডুবে যেতে চাও
সকালের সূর্যের আলো ,আঁধারে মিশাও,
গহীণ অরণ্য আঁকাবাকা সমুদ্র সৈকত
মিশে কেনো যায় না ,মনের গভীরে দ্বৈরথ!
প্রশান্তের গভীর থেকে গভীরতায় দহন তৃষ্ণা
বঙ্গোপসাগর ডেকে যায় ,বালুচরে অতৃপ্ত বাসনা!
Facebook Comments Box