ফাইল ছবি
অনলাইন ডেস্ক : গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও অপর ১০ জন আহত হয়েছেন। নিহতরা হলো- গোপীনাথপুর গ্রামের ফেলু কাজীর ছেলে ইলিয়াস কাজী (৫৫) ও ভ্যান চালক(ফেরীওয়ালা)যশোরের মনিরামপুর এলাকার বাসিন্দা মাসুম মিয়া (৪৫)।আজ সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জের কাশিয়ানী হাইওয়ে থানার এস.আই মো. রোমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাত দিয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস-এর সিনিয়র স্টেশন অফিসার আরিফুল হক জানিয়েছেন, গোপালগঞ্জ থেকে কাশিয়ানী একটি লোকাল বাস গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ডে দাড়ানো অবস্থায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। ফলে বাসটির সামনে দাড়িয়ে থাকা একটি ভ্যানকে চাপা দিয়ে রাস্তার খাঁদে পড়ে যায়।
এ সময় ভ্যান চালক(ফেরীওয়ালা)ঘটনাস্থলে নিহত হয় এবং লোকাল বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়। পরে দুর্ঘটনা কবলিত বাসের নিচ থেকে ওই বাসের মালিক ইলিয়াস কাজীর লাশ উদ্ধার করা হয়।
আহতদের মধ্যে ৩ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটিকে পুলিশ জব্দ করেছে।