বসুন্ধরা গ্রুপের ব্যবসায়িক শাখা টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেড (টিএসএলএল) ও বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেডকে সম্মাননা দিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।
বন্দরের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার (০১ ডিসেম্বর) বন্দর জেটির স্টাফিং অ্যান্ড আনস্টাফিং শেডে আয়োজিত সভায় মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেডের হেড অব শিপ অপারেশন এন্ড এজেন্সি ক্যাপ্টেন মো. মাহবুবুল আলমের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এসময় বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মোহাম্মদ কিবরিয়া হক, সদস্য (অর্থ, যুগ্মসচিব), কাজী আবেদ হোসেন, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন, যুগ্মসচিব) ড. এ. কে. এম. আনিসুর রহমান, বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেডের হেড অব শিপ অপারেশন এন্ড এজেন্সি ক্যাপ্টেন মো. মাহবুবুল আলম বলেন, বসুন্ধরা গ্রুপের অব্যাহত সাফল্য ও দেশের উন্নয়নে অবদান রাখার এ ধারাবাহিকতায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ২০২৩-২৪ অর্থবছরে টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেড মোংলা বন্দরে প্রায় ৫০টি মাদার ভ্যাসেল পরিচালনা করেছে। এ কার্যক্রমের মাধ্যমে মোংলা বন্দর কর্তৃপক্ষকে টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেড প্রায় ১৩ কোটি টাকার রাজস্ব দিয়েছে।
এছাড়া বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেড (বিএমটিএল), গত অর্থবছরে সর্বাধিক কয়লা আমদানির জন্য সেরা আমদানিকারক প্রতিষ্ঠানের পুরস্কার অর্জন করেছে। এ কার্যক্রমের মাধ্যমে মোংলা বন্দরে বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেড আরও প্রায় ১৩ কোটি টাকার রাজস্ব যোগ করেছে।
উল্লেখ্য, পরপর দ্বিতীয়বারের মতো বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেড এবং টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেড এ সম্মান অর্জন করল।
তিনি আরও বলেন, ২০১৬ সালে যাত্রা শুরু করার পর থেকে টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেড এবং বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেড বসুন্ধরা গ্রুপের দ্রুত অগ্রসরমান দুটি ব্যবসায়িক শাখা হিসেবে নিজেদের অবস্থান শক্ত করেছে। বসুন্ধরা গ্রুপ ব্যবসার সাফল্যের পাশাপাশি মোংলা বন্দরকে এভাবে সমৃদ্ধ করতে পেরে এবং দেশের উন্নয়নে অবদান রাখতে পেরে বসুন্ধরা গ্রুপ গর্বিত। এ অগ্রযাত্রা সম্ভব হয়েছে প্রতিষ্ঠানটির সম্মানিত ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানের দূরদর্শী নেতৃত্বে।
এদিন মোংলা বন্দর কর্তৃপক্ষ আরও ২৭টি প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে। ১৯৫০ সালের ১ ডিসেম্বর খুলনার চালনা এলাকায় এ বন্দর স্থাপিত হয়। পরে প্রতিষ্ঠার মাত্র তিন বছর পরে ভৌগোলিক কারণে ১৯৫৩ সালে কার্যক্রম স্থানান্তরিত হয় বাগেরহাটের মোংলায়।
Facebook Comments Box