সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : নাইজেরিয়ায় নাইজার নদীতে নৌকা ডুবে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে কোগি থেকে পার্শ্ববর্তী নাইজার রাজ্যের একটি খাদ্যবাজারে যাওয়ার সময় দুই শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়।
নাইজার রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইব্রাহিম আউদু জানিয়েছেন, এখন পর্যন্ত ১০০র বেশি যাত্রী নিখোঁজ রয়েছেন। কোগি রাজ্যের জরুরি পরিষেবার মুখপাত্র সান্দ্রা মুসার বরাতে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে স্থানীয় ডুবুরি ও উদ্ধারকারীরা কাজ চালিয়ে যাচ্ছেন।
সান্দ্রা বলেছেন, দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। নদীর প্রবল স্রোত ও নৌকাটির বয়স সম্ভাব্য কারণ হতে পারে। এছাড়া, ভুক্তভোগীদের মধ্যে কারও কাছেই লাইফ জ্যাকেট ছিল না, যা মৃত্যুর সংখ্যা বাড়িয়েছে।
নাইজেরিয়ায় জলপথে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে প্রায়শই নৌকাডুবির ঘটনা ঘটে। গত মাসে নাইজার রাজ্যে তিন শতাধিক যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়। এতে প্রায় ১০০ জনের মৃত্যু হয়। এছাড়া, সেপ্টেম্বর মাসে জামফারা রাজ্যে নৌকাডুবিতে ৪০ জন প্রাণ হারান। সূত্র: আল-জাজিরা