বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রাম দেয়ায় জটিল অবস্থায় পড়েছে দেশের ঘরোয়া ক্রিকেটের শক্তিশালী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব।
বিসিবির এমন সিদ্ধান্তে সাকিব কেবল পুরো দক্ষিণ আফ্রিকা সফরই মিস করবেন তা নয়, আগামী ১৫ মার্চ শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লীগও মিস করবেন তিনি।
ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি(সিসিডিএম) যদিও এখন পর্যন্ত ডিপিএলের সূচি প্রকাশ করেনি। তবে ৩০ এপ্রিলের আগেই তা শেষ হয়ে যেতে পারে।
মূলত সাকিবকে কেন্দ্র করেই গঠিত মোহামেডান বিসিবির এমন সিদ্ধান্তে বেশ হতাশ। তবে অন্তত সুপার লীগ পর্বে সাকিবকে পেতে সর্বোচ্চ চেস্টা চালিয়ে যাবে ক্লাবটি।
মোহামেডান ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান জানান, সাকিবকে অন্তত সুপার লীগ পর্বে খেলার সুযোগ দানের অনুরোধ জানিয়ে তারা বিসিবিকে চিঠি দেবে। তবে তার আগে তারা সাকিবের সঙ্গে আলোচনায় বসবে, ডিপিএল খেলার জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত কিনা।