রাজধানীর মিরপুর শাহআলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় সামান্তা আলম যুথী (১৯) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
সামান্তা গোপালগঞ্জ জেলার কাষিয়ানী উপজেলার নুরুল ইসলাম টিপুর মেয়ে। বর্তমানে মিরপুর দিয়াবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।
দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই কলেজছাত্রী মিরপুর-১ দিয়াবাড়িতে থাকতেন। গত বৃহস্পতিবার তার কলেজ থেকে কুমিল্লায় যান বনভোজনে। পরে রাতে বাস থেকে মাজার রোডে নামেন। সেখান থেকে তার এক সহপাঠীর মোটরসাইকেলে করে বাসায় ফেরার সময় মাজারের সামনে এলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে। এতে দুজনই মোরসাইকেল থেকে পড়ে যান। এ সময় গুরুতর আহত হন সামান্তা। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিলয় সামান্য আহত হন। তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সামান্তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।