সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের মাটিতে পা রাখলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতার করবে দেশটির সরকার। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র এই ইঙ্গিত দিয়েছেন।
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর এই ইঙ্গিত দিলেন তিনি।
শুক্রবার মুখপাত্র বলেন, “যুক্তরাজ্য সবসময় অভ্যন্তরীণ আইন এবং আন্তর্জাতিক আইনের অধীনে নির্ধারিত আইনি বাধ্যবাধকতা মেনে চলবে।
নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে কি না, এ বিষয়ে সরাসরি জানতে চাইলে মুখপাত্র বলেন, “তিনি ‘নির্দিষ্ট কোনও মামলার বিষয়ে কথা বলবেন না।
নেদারল্যান্ডসের হেগভিত্তিক আন্তর্জাতিক আদালত গত বৃহস্পতিবার গাজা সংঘাতে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
লেবার এমপি এমিলি থর্নবেরি বলেছেন, যদি নেতানিয়াহু ব্রিটেনে আসেন, তবে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানার অধীনে তাকে গ্রেফতারে আমাদের বাধ্যবাধকতা রয়েছে। এটা কোনও প্রশ্ন নয়, আমরা বাধ্য, কারণ আমরা আইসিসির সদস্য।
এছাড়াও নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, পর্তুগাল, স্লোভেনিয়া, অস্ট্রিয়া,স্পেন, ইতালি, সুইডেন, বেলজিয়াম, নরওয়ে এবং কানাডা ঘোষণা করেছে যে তারা আইসিসির গ্রেফতারি পরোয়ানা মেনে চলবে।
তবে ফ্রান্স জানিয়েছে, পরোয়ানাটি বৈধ, তবে নেতানিয়াহুকে গ্রেফতার করা ‘আইনগতভাবে জটিল’ হবে। সূত্র: টাইমস অব ইসরায়েল, আরটি