সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই শুধু একটি স্মৃতিময় সময় নয়—এটি এ দেশের মানুষকে ন্যায় ও প্রতিবাদের আদর্শে উজ্জীবিত করার এক শক্তিশালী প্রেরণা। জুলাই আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে কীভাবে দাঁড়াতে হয়, কীভাবে ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নিতে হয়। প্রয়োজন হলে জীবন দিয়েও কোনো জালিম ও অন্যায়কারীর কাছে মাথা নত না করার শিক্ষা দিয়েছে এই জুলাই। জুলাই এই জমিনে আদর্শিক জাগরণ তৈরি করে দিয়ে গেছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জুলাই আন্দোলনে আমাদের শত শত ভাই-বোন জীবন দিয়েছেন। আবু সাঈদ কেন জীবন দিল, মুগ্ধরা কেন জীবন দিল—এই প্রশ্ন আমাদের নিজেদের কাছে রেখে দিতে হবে। তাদের আত্মত্যাগ আমাদের ওপর এক বিশাল দায়িত্ব চাপিয়ে দিয়েছে। এই দায়িত্বের নাম ন্যায়ভিত্তিক সমাজ গড়ার সংগ্রাম অব্যাহত রাখা।
শিক্ষার্থীদের উদ্দেশে জাহিদুল ইসলাম বলেন, তোমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত ভালো ফলাফল অর্জন করা। তবে শুধুমাত্র ভালো রেজাল্ট করলেই দায়িত্ব শেষ হয় না। নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। একজন আলোকিত মানুষ হিসেবে তৈরি হতে পারলেই দেশ অনেক দূর এগিয়ে যাবে।
গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সভাপতি ফেরদৌস সরকার রুম্মানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর মেডিকেল কলেজ ছাত্রশিবিরের সভাপতি ডা. মোহাম্মদ শাওন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির নেতা ড. রহিদুল ইসলাম নিরব, কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, গাইবান্ধা জেলা আমির আব্দুল করিম, সাবেক জেলা আমির ডা. আব্দুর রহিম সরকার ও সাবেক জেলা ছাত্রশিবির সভাপতি সরকার হাশেমুজ্জামানসহ আরও অনেকে।
অনুষ্ঠানে গাইবান্ধা সরকারি কলেজের বিভিন্ন বিভাগের অনার্স প্রথম বর্ষের প্রায় এক হাজার ২০০ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেন। নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে অংশ নেন প্রায় দেড় হাজার শিক্ষার্থী। দীর্ঘ প্রায় ২০ বছর পর কলেজ মাঠে উন্মুক্তভাবে ইসলামী ছাত্রশিবিরের এ ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হলো বলে জানান আয়োজকরা।
প্রসঙ্গত, নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম গাইবান্ধার স্বাধীনতা প্রাঙ্গণে আয়োজিত যুব ও ছাত্র সমাবেশে যোগ দেন। সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।







