ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, উপদেষ্টা নিয়োগের মধ্যে দিয়ে ছাত্রদের রক্তের ওপর আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন হচ্ছে।
আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিপ্লবের চেতনা নিয়ে গঠিত উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদী দোসরদের স্থান দিয়ে শহীদের রক্তের অবমাননার প্রতিবাদে মানববন্ধনে তিনি এ কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে নিরাপত্তা দিতে শিক্ষার্থীরা বারবার রাস্তায় নামবে না।
নতুন যাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে দেশের জন্য তাদের অবদান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এছাড়াও গত ১৫ বছরে তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন হাসনাত আব্দুল্লাহ।
মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের বলেন, আমরা এক দফা দাবি আদায়ে বলেছিলাম ফ্যাসিবাদ মুক্ত বাংলা চাই। এই বাংলা থেকে ফ্যাসিবাদকে উচ্ছেদ করতে হবে। সেইসঙ্গে তাদের দোসরদেরও উচ্ছেদ করতে হবে। ফ্যাসিবাদ মুক্ত করতে আমরা আবারও রাস্তায় নামতে বাধ্য হবো।
প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, যাদের জুলাই-আগস্ট আন্দোলনের প্রতি সমর্থন ছিল না, তারা কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারে জায়গা পেয়েছে। এই লোকগুলো জুলাই-আগস্টে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সমর্থন দিতে গণভবনে ছিলো।
শিক্ষার্থীদের দাবি, ২৪ এর আন্দোলনের সঙ্গে যারা ছিল না তারা সরকারে থাকতে পারবে না। এই সরকারে আওয়ামী লীগের কোনো দোসর থাকতে পারবে না।