শাহনাজ পারভীন মিতা :
পুড়ছে প্রেম পুড়ছি আমি
জ্বলছে চিতা চন্দন কাঠ দামী,
সেখানে সুগন্ধি ঘৃত সুবাস ছড়ায়
মনের দাবানলে কে যেনো হারায়।
শ্মশানে উড়ছে কত শকুনের দল
যতটুকু অবশিষ্ট রবে নিভে অনল,
অতৃপ্ত মন খুঁজে ফেরে মনের মানুষ
জীবন মৃত্যুর আঁধারে শূন্য ফানুস!
দিনের শেষে শুধুই আঁধার ঘনায়
বৃষ্টির জল মনের অতলে হারায়,
চুপিচুপি কে তুমি সন্ধা প্রদীপ জ্বালো
মনের গভীরে প্রেমের সুরভি ঢালো।
জ্বলন্ত চিতা চায় গহন বৃষ্টির গান
মন খোঁজে মগ্নতায় সপ্তম সুরে প্রাণ।
Facebook Comments Box