ছবি সংগৃহীত
বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলামকে মেক্সিকোর জাতীয় ইতিহাস জাদুঘরের পদক প্রদান করা হয়েছে। মেক্সিকোর চাপুলতেপেক প্রাসাদে অবস্থিত জাতীয় ইতিহাস জাদুঘরের ৮০তম বার্ষিকীতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলামকে গত বুধবার ‘মুসেও নাসিওনাল দে হিস্টোরিয়া-কাস্তিলো দে চাপুলতেপেক’ পদকে ভূষিত করা হয়।
আইএসভিই ফাউন্ডেশনের সাথে মিলিতভাবে প্রদান করা এই সম্মানে রাষ্ট্রদূত আবিদা ইসলামের পাশাপাশি ১২ জন রাষ্ট্রদূতকে সাংস্কৃতিক কূটনীতিতে তাদের অবদান এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারে ভূমিকা রাখার জন্য স্বীকৃতি প্রদান করা হয়। রাষ্ট্রদূত আবিদা ইসলামসহ অন্যান্য কূটনীতিক ও জাদুঘরের পেশাজীবীদের প্রচেষ্টা মেক্সিকোর জাতীয় ইতিহাস জাদুঘর, জাতীয় নৃতত্ত্ব ও ইতিহাস ইনস্টিটিউট এবং দেশজুড়ে বিভিন্ন জাদুঘরের সাথে মিলিতভাবে সহযোগিতার প্রতীক।
চাপুলতেপেক প্রাসাদের এই সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেক্সিকোর জাতীয় জাদুঘরের মহাপরিচালক আলেহান্দ্রা গোমেজ কোলোরাডো; আইএসভিই ফাউন্ডেশনের পরিচালক ইসরায়েল গুয়েরেরো এবং জাতীয় ইতিহাস জাদুঘরের পরিচালক সালভাদোর রুয়েদা স্মিথার্স।
রাষ্ট্রদূত আবিদা ইসলাম তার বক্তব্যে এই সম্মানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক ও পারস্পরিক ঐতিহ্য আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি যোগ করেন, এই পদক বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে স্থায়ী বন্ধুত্ব এবং সাংস্কৃতিক বিনিময়ের এক উজ্জ্বল প্রতীক, যা দুই দেশের ক্রমবর্ধমান অংশীদারিত্বে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
সূএ: বাংলাদেশ প্রতিদিন