সিডনিতে নৃত্যাঞ্জলি ডান্স একাডেমির শ্যামা পূজা ও দীপাবলী উৎসব

ছবি সংগৃহীত

 

গত ১ নভেম্বর (শুক্রবার) নৃত্যাঞ্জলি ডান্স একাডেমি, তার সদস্য পরিবারসহ প্রগতিশীল বাঙালিদের অংশগ্রহণে সিডনির ১০৮ ল্যাকেম্বা স্ট্রিটে এক বর্ণিল শ্যামা পূজার আয়োজন করে। একাডেমির কর্ণধার মৌসুমী সাহা জানান, তারা সিডনির শুদ্ধ ধারার সবাইকে নিয়ে দীর্ঘ বিশ বছরের অধিককাল ধরে বিভিন্ন আয়োজন করে আসছেন।

 

হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলি অনুষ্ঠান। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শ্যামা বা কালী পূজা ও দীপাবলি অনুষ্ঠিত হয়ে থাকে। দুষ্টের দমন ও শিষ্টের লালনের মাধ্যমে ভক্তের জীবনে কল্যাণের অঙ্গীকার নিয়ে পৃথিবীতে আগমন ঘটে দেবী শ্যামা বা কালীর। শ্যামা দেবী শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সংগ্রামের প্রতীক।

 

অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ছ‘টায়। অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা, ব্যবস্থাপনায় ছিলেন রাজেশ ও মৌসুমী সাহা। পূজা পরিচালনা করেন পুরোহিত বাসব রায়। পূজা উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়।

 

অনুষ্ঠানটি গ্রন্থনা, পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন ড. রতন কুন্ডু। পূজোয় সংগীত পরিবেশন করেন সুস্মিতা ধর, সোনালী দাস, অনুলেখা পন্ডিত, রন্জনা সরকার ছবি, নিলুফা ইয়াসমিনসহ অন্যান্য কন্ঠশিল্পী বৃন্দ। কবিতা আবৃত্তি করেন ফাইজুন্নাহার পলি, নূসরাত জাহান স্মৃতি প্রমুখ। নৃত্যে অংশগ্রহন করেন মৌসুমী সাহা ও নৃত্যান্জলী ডান্স একাডেমির অন্যান্য শিল্পীবৃন্দ।

 

সিডনির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ, নারী উদ্যোক্তা, কাউন্সিলর, একাডেমিক ও সাংবাদিক মিলিয়ে শতাধিক অতিথির সমাগম হয়েছিলো এ শ্যামা পূজায়। প্রতিবছরের মত এবারে অনুষ্ঠিত হয়েছে প্রদীপ প্রজ্জলন ও ছোট্ট সোনামনিদের আতশবাজি খেলা।

পুরোহিত বাসব রায়ের মন্ত্রের জলদগম্ভীর উচ্চারণে দেবীর আবাহন, প্রাণ প্রতিষ্ঠা, পূজার্ঘ নিবেদন, হোমাগ্নি, যজ্ঞ, পুষ্পান্জলি ও প্রনাম মন্ত্র পাঠ সহ অন্যান্য ধর্মীয় আচার সম্পন্ন করেন। ধুপ, দ্বীপ, নৈবেদ্য, ঢাকের বাদ্য, খোল, করতাল, কাসর ঘন্টা, শঙ্খনাদ ও হুলুধ্বনির মাধ্যমে পূজোয় একটি অপার্থিব আবহ তৈরী করেছিলো। পূজার নারু মোয়া সন্দেশসহ সকল প্রসাদে ছিল অমৃতের স্বাদ। এ ছাড়াও সান্ধ্যকালীন চা, বাংলার ঐতিহ্যবাহী লুচি,ডাল, সবজি দিয়ে অপরাহ্নের জলযোগ ও হরেক ব্যন্জন দিয়ে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।

 

সবশেষে মধ্যরাতে মৌসুমী ও রাজেশ সাহা আগত অতিথিদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতেও এরকম আয়োজনের মাধ্যমে সিডনির শুদ্ধধারার সবার সাথে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সূএ: বাংলাদেশ প্রতিদিন

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ফের বাড়ল স্বর্ণের দাম

» খালেদা জিয়াকে ১২ বছর সেনাবাহিনী থেকে দূরে রাখা হয়েছে : ফখরুল

» খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

» রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ

» হাসিনার পতন হলেও ফ্যাসিবাদ মাঠে সক্রিয় : মাহমুদুর রহমান

» আমি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচনে বিশ্বাসী: সিইসি

» প্রাথমিকের ৫ কোটি ৩২ লাখ বইয়ে ব্যয় ২৭৬ কোটি টাকা

» খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত: প্রধান উপদেষ্টা

» বেসিস সদস্যদের জামানতবিহীন ঋণ প্রদান করবে ব্র্যাক ব্যাংক

» অনলাইনে গ্যাস বিল পরিশোধে উপায় এবং তিতাস গ্যাসের অংশীদারত্ব

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সিডনিতে নৃত্যাঞ্জলি ডান্স একাডেমির শ্যামা পূজা ও দীপাবলী উৎসব

ছবি সংগৃহীত

 

গত ১ নভেম্বর (শুক্রবার) নৃত্যাঞ্জলি ডান্স একাডেমি, তার সদস্য পরিবারসহ প্রগতিশীল বাঙালিদের অংশগ্রহণে সিডনির ১০৮ ল্যাকেম্বা স্ট্রিটে এক বর্ণিল শ্যামা পূজার আয়োজন করে। একাডেমির কর্ণধার মৌসুমী সাহা জানান, তারা সিডনির শুদ্ধ ধারার সবাইকে নিয়ে দীর্ঘ বিশ বছরের অধিককাল ধরে বিভিন্ন আয়োজন করে আসছেন।

 

হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলি অনুষ্ঠান। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শ্যামা বা কালী পূজা ও দীপাবলি অনুষ্ঠিত হয়ে থাকে। দুষ্টের দমন ও শিষ্টের লালনের মাধ্যমে ভক্তের জীবনে কল্যাণের অঙ্গীকার নিয়ে পৃথিবীতে আগমন ঘটে দেবী শ্যামা বা কালীর। শ্যামা দেবী শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সংগ্রামের প্রতীক।

 

অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ছ‘টায়। অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা, ব্যবস্থাপনায় ছিলেন রাজেশ ও মৌসুমী সাহা। পূজা পরিচালনা করেন পুরোহিত বাসব রায়। পূজা উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়।

 

অনুষ্ঠানটি গ্রন্থনা, পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন ড. রতন কুন্ডু। পূজোয় সংগীত পরিবেশন করেন সুস্মিতা ধর, সোনালী দাস, অনুলেখা পন্ডিত, রন্জনা সরকার ছবি, নিলুফা ইয়াসমিনসহ অন্যান্য কন্ঠশিল্পী বৃন্দ। কবিতা আবৃত্তি করেন ফাইজুন্নাহার পলি, নূসরাত জাহান স্মৃতি প্রমুখ। নৃত্যে অংশগ্রহন করেন মৌসুমী সাহা ও নৃত্যান্জলী ডান্স একাডেমির অন্যান্য শিল্পীবৃন্দ।

 

সিডনির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ, নারী উদ্যোক্তা, কাউন্সিলর, একাডেমিক ও সাংবাদিক মিলিয়ে শতাধিক অতিথির সমাগম হয়েছিলো এ শ্যামা পূজায়। প্রতিবছরের মত এবারে অনুষ্ঠিত হয়েছে প্রদীপ প্রজ্জলন ও ছোট্ট সোনামনিদের আতশবাজি খেলা।

পুরোহিত বাসব রায়ের মন্ত্রের জলদগম্ভীর উচ্চারণে দেবীর আবাহন, প্রাণ প্রতিষ্ঠা, পূজার্ঘ নিবেদন, হোমাগ্নি, যজ্ঞ, পুষ্পান্জলি ও প্রনাম মন্ত্র পাঠ সহ অন্যান্য ধর্মীয় আচার সম্পন্ন করেন। ধুপ, দ্বীপ, নৈবেদ্য, ঢাকের বাদ্য, খোল, করতাল, কাসর ঘন্টা, শঙ্খনাদ ও হুলুধ্বনির মাধ্যমে পূজোয় একটি অপার্থিব আবহ তৈরী করেছিলো। পূজার নারু মোয়া সন্দেশসহ সকল প্রসাদে ছিল অমৃতের স্বাদ। এ ছাড়াও সান্ধ্যকালীন চা, বাংলার ঐতিহ্যবাহী লুচি,ডাল, সবজি দিয়ে অপরাহ্নের জলযোগ ও হরেক ব্যন্জন দিয়ে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।

 

সবশেষে মধ্যরাতে মৌসুমী ও রাজেশ সাহা আগত অতিথিদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতেও এরকম আয়োজনের মাধ্যমে সিডনির শুদ্ধধারার সবার সাথে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সূএ: বাংলাদেশ প্রতিদিন

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com